IQNA

মোজতাহেদ প্রকাশ করেছেন;

সৌদি সামরিকের ৬০ কর্মকর্তার পদত্যাগ

14:21 - September 27, 2018
সংবাদ: 2606822
আন্তর্জাতিক ডেস্ক: সৌদির প্রসিদ্ধ টুইটকারী মোজতাহেদের নিকটে আলে সৌদের পরিবারের পশ্চাদপসরণ বিষয়ক অনেক তথ্য রয়েছে। তিনি এক টুইট বার্তায় সৌদি সামরিক বাহিনীর ৬০ কর্মকর্তার পদত্যাগের খবর প্রকাশ করেছেন।



বার্তা সংস্থা ইকনা: সৌদির প্রসিদ্ধ টুইটকারী মোজতাহেদ এক টুইট বার্তায় লিখেছেন: এসকল কর্মকর্তাদের পদত্যাগের কারণসমূহের মধ্যে একটি কারণ হচ্ছে ইয়েমেনে হামলার জন্য নিজেরা দোষীবোধ করছেন।
তিনি টুইটে আরও লিখেছেন: ইয়েমেনের যুদ্ধের বিষয়ে জাতিসংঘ কর্তৃক যুদ্ধাপরাধীদের নাম ও তাদের বিচারের তালিকা থেকে নিজেদের নাম সরানোর জন্য কিছু কর্মকর্তা পদত্যাগ করেছেন।
মোজতাহেদ আরও উল্লেখ করেছেন: এই পদত্যাগের অধিকাংশই বাতিল করা হয়েছে। সৌদির প্রিন্স বিন সালমান এধরণের পদত্যাগকে অপরাধ হিসাবে দেখছে। এসকল সামরিক কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েক জন কর্নেল রয়েছে।
iqna

 

captcha