IQNA

ট্রাম্প ভাবতেও পারেন নি তিনি বিদ্রূপের পাত্রে পরিণত হবেন: কেরমানি

20:18 - September 28, 2018
সংবাদ: 2606836
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোবাহহেদি কেরমানি বলেছেন, শত্রুদের ব্যাপক ভিত্তিক ষড়যন্ত্রের উদ্দেশ্য হলো ইরানি জাতির মাঝে হতাশা ছড়িয়ে দেয়া।

 
বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লব চল্লিশ বছর ধরে মার্কিন ও ইহুদিবাদী বলদর্পি শক্তির ভিত নড়বড়ে করে দিয়েছে। প্রতিরোধ শক্তির মোকাবেলায় তাদের চরম ব্যর্থতা এখনও অব্যাহত রয়েছে বলে জনাব কেরমানি মন্তব্য করেন। জুমার খতিব বলেন আমেরিকা ও ইসরাইল যদি ভুল পথে পা বাড়ায় তাহলে এ অঞ্চলে তাদের ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। তাদের দিনগুলো আঁধারে ঢেকে যাবে বলেও বিশিষ্ট এই আলেম হুশিয়ারি উচ্চারণ করেন।

আয়াতুল্লাহ কেরমানি আরও বলেন, নিজস্ব সামর্থ ও রুখে দাঁড়ানোর মানসিকতায় অটল থাকলে ইরানি জাতির ওপর মার্কিন অবরোধ কিংবা নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলতে পারবে না।

জুমার খতিব ইরানের আহওয়াজে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসীদের হতাশাগ্রস্ত পৃষ্ঠপোষকরা ইরানের নিরীহ মানুষ ও শিশুদের হত্যা করা ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রতি ইঙ্গিত করে তেহরানের জুমার খতিব আরও বলেন, জুলুমের পরিণতি হলো পতন ও পরাজয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই ভাবেন নি যে তাকে বিশ্ব নেতৃবৃন্দের ঠাট্টা-বিদ্রূপের পাত্রে পরিণত হতে হবে। পার্সটুডে

iqna

captcha