IQNA

জর্ডান-সিরিয়ার সীমান্ত পুনরায় খুলে দেয়া হয়েছে

23:52 - September 29, 2018
সংবাদ: 2606846
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া পরিবহন মন্ত্রণালয় ঘোষণা করেছে দীর্ঘ সাত বছর পর জর্ডানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলে দেয়া হয়েছে।

ইউরোপের হালাল পণ্য বাজারের চাহিদা বৃদ্ধি
সিরিয়ার পরিবহন বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আজ (শনিবার) বলেছে, জর্ডান সীমান্তের নাসিব ক্রসিং পয়েন্ট খুলে দেয়া হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সীমান্ত ক্রসিংটি অবস্থিত। মন্ত্রণালয় বলেছে, সীমান্ত দিয়ে সিরিয়া ও জর্ডানের ট্রাক এবং অন্যান্য যান চলাচল শুরু হয়েছে। দুই মাস আগে সিরিয়া ও রুশ সেনারা এলাকাটি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে।
এদিকে, জর্ডান সরকারের মুখপাত্র জুমানা গুনাইমাত বলেছেন, জাবের নাসিব ক্রসিং এখনো বন্ধ রয়েছে। তিনি দাবি করেন, এ সীমান্ত এখনো পণ্য পরিবহন ও লোকজন চলাচলের জন্য খুলে দেয়া
এর আগে এ ক্রসিং পয়েন্ট ছিল সিরিয়া, জর্ডান, লেবানন ও পারস্য উপসাগরীয় কয়েকটি দেশের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দিয়েছিল।
iqna

 

captcha