IQNA

নেইনাওয়ায় "তৌহিদ" মসজিদ পুনর্নির্মাণ করেছে খ্রিষ্টান যুবকগণ

23:49 - September 30, 2018
সংবাদ: 2606859
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নেইনাওয়া প্রদেশের তৌহিদ মসজিদে পুনর্নির্মাণের জন্য খ্রিষ্টান যুবকগণ স্বেচ্ছায় কাজ করেছে।

কুরআন হেফজ করলেন জর্ডানে ৭৪ বছরের নিরক্ষর বৃদ্ধা
বার্তা সংস্থা ইকনা: ইরাকের পূর্বাঞ্চলীয় মাইসান শহরের প্রাচীন ও ঐতিহাসিক গির্জা পুনর্নির্মাণের জন্য এক দল মুসলিম যুবক স্বেচ্ছায় কাজ করেছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের হামলায় এই গির্জাটির ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে মুসলিম স্বেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে এটি মেরামত করা হয়।
এদিকে আজ (রবিবার) একদল খ্রিষ্টান যুবক ইরাকের নেইনাওয়া প্রদেশের তৌহিদ মসজিদে পুনর্নির্মাণের জন্য স্বেচ্ছায় কাজ করেছে।
ইরাকে দীর্ঘ কয়েক বছরে দায়েশের সন্ত্রাসীরা অনেক ঐতিহাসিক স্থানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। তবে এখন এই সন্ত্রাসী গোষ্ঠীর পতনের পর ইরাকের জনগণ "ইরাকীদের জন্য ইরাক" শ্লোগানের মাধ্যমে এসকল ঐতিহাসিক স্থানসমূহ পুনর্নির্মাণ করছেন।
iqna

 

 

captcha