IQNA

দুবাই বিমানবন্দরে আনসারুল্লাহর ড্রোন হামলা

23:16 - October 01, 2018
সংবাদ: 2606862
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের সাহায্যে বোমা হামলা চালিয়েছে। সৌদি আরবের সঙ্গে মিলে আমিরাতের সেনারা ইয়েমেনের ওপর হামলা জোরদার করার প্রেক্ষাপটে ইয়েমেনিরা এ হামলা চালালো।

 

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন ইউনিটের এক কর্মকর্তার বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, গতকাল (রোববার) একটি সামাদ-৩ ড্রোন বিশ্বের তৃতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দরে কয়েকবার হামলা চালায়।

আগস্ট মাসে হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনাবাহিনী প্রথমবারের মতো দুবাই বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালানোর দায় স্বীকার করেছিল। ওই হামলায় বিমানবন্দরের কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হলেও আমিরাত সরকার তা অস্বীকার করে।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এ কাজে সৌদি সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে আমিরাত এবং দেশটির সেনারা ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের জন্য কিছুদিন আগে বড় ধরনের অভিযান চালায়। তবে ইয়েমেনি সেনা ও হুথি যোদ্ধাদের পাল্টা প্রতিরোধে আমিরাতি সেনাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

iqna

captcha