বার্তা সংস্থা ইকনা: নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগানি জানিয়েছেন, আজ (মঙ্গলবার) এক ব্যক্তি আফগান জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আব্দুল নাসির মোহাম্মদের নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালালে এসব ব্যক্তি হতাহত হয়।
তিনি বলেন, অন্তত ১৩ ব্যক্তির লাশ হাসপাতালে নেয়া হয়েছে।হামলায় ৩০ জনের বেশি আহত হয়েছে। তবে হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
খগানি বলেন: আজ দুপুর ১:৩০ মিনিটের দিকে সংসদীয় নির্বাচনের প্রার্থীর একটি সমাবেশে এই হামলার ঘটনা ঘটে।
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান গত শুক্রবার থেকে শুরু হয়েছে। এদিকে, নির্বাচনী জন সমাবেশে সন্ত্রাসী হামলার মাত্রা বাড়তে পারে বলে নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন।