বার্তা সংস্থা ইকনা: দায়েশ তাদের এক নেতার ছবি প্রকাশ করে ঘোষণা করেছে যে, সে নিহত হয়েছে।
"আবু হামজা আল মুকাদ্দেসী" নামের দায়েশের এই কমান্ডার মূলত ফিলিস্তিনের অধিবাসী। এই সন্ত্রাসী সিনাই উপদ্বীপে সন্ত্রাসীদের পরিকল্পনা এবং প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল।
এখনও পর্যন্ত মিশরের সেনাবাহিনী এ ব্যাপারে কোন বিবৃতি প্রকাশ করেনি। তরে নিরাপত্তা উৎস ঘোষণা করেছে যে, মুকাদ্দেসী ও তার দুই সহযোগী সোমবার শেখ জাভিদ এলাকা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
iqna