বার্তা সংস্থা ইকনা: ইরাকের ইমিগ্রেশন মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলার হাত থেকে বাচারে জন্য ইরাকের অনেক নাগরিক পার্শ্ববর্তী সিরিয়া ও তুরস্কে আশ্রয় নেয়। দেশ থেকে দায়েশ বিতাড়িত হওয়ার পর তরা নিজ দেশে ফেরা শুরু করেছেন। ইতিমধ্যে ৫৩৩ জন ইরাকী নাগরিক নিজ দেশে ফিরেছেন।
মন্ত্রণালয়ের শাখা অফিসের মহাপরিচালক সত্তার নওরুয বলেন, নেইনাওয়া শহরে আমাদের সহকর্মীরা নিরাপত্তা বাহিনী ও মন্ত্রণালয়ের সহযোগিতায় ইরাকের ৩২১ জন উদ্বাস্তুকে সিরিয়ার শিবির থেকে ইরাকের মসুলের দক্ষিণাঞ্চলের একটি শিবিরে ফিরেয়ে নিয়ে গিয়েছেন।
তিনি বলেন, এছাড়াও তুরস্ক থেকে ইব্রাহিম আল-খলিল বর্ডার থেকে ২১২ জন ইরাকী উদ্বাস্তুকে ইরাকে ফিরিয়ে নেওয়া হবে।
সত্তার নওরুয আরও বলেন: ইরাকের ইমিগ্রেশন মন্ত্রণালয় এসকল উদ্বাস্তু এবং তাদের আসবাবপত্র ফিরিয়ে আনার জন্য বাস এবং লরি বরাদ্দ করেছে।
iqna