IQNA

23:23 - October 22, 2013
সংবাদ: 2607305
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে পবিত্র ঈদে গাদির উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র ঈদে গাদিরের দিনে হযরত মুহাম্মাদ (সা.) স্বয়ং, মুসলিম উম্মাহ’র নেতা হিসেবে আমিরুল মুমিনিন আলী (আ.)কে নির্বাচন করেন। রাসূলে খোদা দশম হিজরির ১৮ই জিলহজ্ব গাদিরে খুম নামক স্থানে হযরত আলী (আ.)-কে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করেছেন।
উক্ত উৎসব অনুষ্ঠান ২৪শে অক্টোবর তথা বৃহস্পতিবারে আঙ্কারায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, উক্ত উৎসব অনুষ্ঠানে সকল আহলে বাইয়েত ভক্ত এবং প্রেমীদের নিমন্ত্রণ করা হয়েছে।
1305886
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: