IQNA

সন্ত্রাসী মুসলিম হতে পারে না: হিন্দু ধর্মীয় গুরু

23:16 - November 25, 2018
সংবাদ: 2607347
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ভূয়সী প্রশংসা করে ভারতের একজন হিন্দু ধর্মীয় গুরু বলেছেন, ইসলামই শান্তির ধর্ম। সন্ত্রাসী মুসলিম হতে পারে না। যে ধর্মের নবী সহিংসতা পছন্দ করেন না, সে ধর্মের অনুসারীরা সন্ত্রাসী হতে পারে না।

বার্তা সংস্থা ইকনা: গত ২১ নভেম্বর (১২ রবিউল আউয়াল) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও বিশ্বনবী সম্পর্কে এসব কথা বলেন ওই হিন্দু ধর্মীয় গুরু পন্ডিত শ্রী আচার্য প্রমোদ কৃষ্ণ।

এমনকি ওই অনুষ্ঠানে একটি নাতও পরিবেশন করেন পন্ডিত প্রমোদ কৃষ্ণ। হিন্দি ভাষায় সেই নাতে তিনি বলেন, ‘মুহাম্মদ (সা.) যেমন তোমাদের (মুসলমানদের) তিনি তেমন আমাদের (হিন্দুদের)।’

তিনি এরপর জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়েন, ‘একজন সন্ত্রাসী কীভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় সহিংসতা বন্ধ করে শান্তির প্রচার করতেন। কারণ তিনি সহিংসতা অপছন্দ করতেন।’

মুসলমানদের সালাম দেয়ার রীতির প্রশংসা করে তিনি বলেন, ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদেরকে পরস্পরের সাক্ষাতে সালামের প্রচলন শিখিয়েছেন। আর সালামের অর্থই হলো- আপনার ওপর শান্তি বর্ষিত হোক।’

নাত বলার এক পর্যায় তিনি নারায় দিলে আগত ব্যক্তিরা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যায় এবং হাত তালি দিয়ে তাকে সম্মান জানায়।

এই হিন্দু ধর্ম গুরু বলেন, ‘ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মুসলমানদের জন্য নয় বরং হিন্দুদের জন্যও তিনি এক উজ্জ্বল আদর্শ।’

captcha