IQNA

কাবুলে সন্ত্রাসী হামলা নস্যাৎ

21:43 - November 28, 2018
সংবাদ: 2607369
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের আব্দুল হাক্ব চৌরাস্তার নিকটে একটি পুলিশ স্টেশনের নিকটে সন্ত্রাসীরা একটি শক্তিশালী বোমা হামলা চালাতে চেয়েছিল। নিরাপত্তা কর্মীরা সন্ত্রাসীদের রেখে যাওয়া বোমাটি নিষ্ক্রিয় করেছে। যদি এই বোমাটি বিস্ফোরণ হতো, তাহলে বহু মানুষের নিহত হওয়ার সম্ভাবনা ছিল।

বার্তা সংস্থা ইকনা: কাবুলের সংবাদ মাধ্যম ঘোষণা করেছে, কাবুলে সন্ত্রাসীরা একটি শক্তিশালী বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ বাহিনী সন্ত্রাসীদের এই হামলার পরিকল্পনা নিষ্ক্রিয় করেছে। একটি RPG বুলেট আকারে বোমাটি আব্দুল হাক্ব চৌরাস্তায় লুকিয়ে রাখা ছিল। পুলিশ বোমাটির সন্ধান পাই এবং জাতীয় প্রযুক্তিগত নিরাপত্তা প্রকৌশলীদের একটি টিম বোমাটি নিষ্ক্রিয় করেছে।
কাবুলের নবম এরিয়ার সিকিউরিটি বোমাটির সম্পর্কে বলেছে: বোমাটির বিস্ফোরণ ঘটলে বহু মানুষ হতাহত হত।
উল্লেখ্য, এর পূর্বে কাবুল এয়ারপোর্টের নিকটে এধরণের একটি বোমা বিস্ফোরণের ফলে তিন জন পুলিশ নিহত এবং অনেকে আহত হয়েছে।
iqna

 

captcha