IQNA

ইসলাম ধর্মে দীক্ষিত হলেন কেনিয়ার এক নারী

23:51 - November 29, 2018
সংবাদ: 2607388
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবির একটি নার্সারি কেয়ার সেন্টারে নার্সিং কাজে নিয়োজিত স্টিফ্যানি সায়াই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের শিরাজ শহরের সাইয়্যেদ হেশাম ত্বাকী জ্বাদের সাথে তিনি দীর্ঘ দিন কথোপকথনের পর ইসলাম ধর্ম এবং শিয়া মাজহাবে দীক্ষিত হয়েছেন। মুসলমান হওয়ার পর তিনি তার নাম রেইহানা নির্বাচন করেছেন।
কেনিয়ায় ইরানী কালচারাল অ্যাটাশে বলেছেন: স্টিফ্যানি সায়াইকে সাইয়্যেদ হেশাম ত্বাকী জ্বাদ বিবাহের প্রস্তাব দেয় এবং তিনি এই প্রস্তাবে সম্মতি প্রদান করেন। নাইরোবিস্থ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে তাদের বিবাহের আনুষ্ঠানিক নিবন্ধীকরণের পর তারা ইরানের উদ্দেশ্য রওনা হবেন।
উল্লেখ্য, কেনিয়ার এই নারীর ইসলাম ধর্ম গ্রহণের জন্য শাহাদাতাইন পাঠের অনুষ্ঠানটি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাশেম মুর্তজার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
iqna

 

captcha