বার্তা সংস্থা ইকনা: পারভান প্রদেশের প্রাদেশিক কমান্ডার মোহাম্মদ মাহফুজ ওয়ালি জাদে এ ব্যাপারে বলেছেন: এই বিস্ফোরণ গতকাল (৩০শে নভেম্বর) শিনওয়ারি জেলার আশতার এলাকায় সংগঠিত হয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় একটি মেয়ে ও একটি পুরুষ নিহত হয়েছেন। এছাড়াও এক শিশু আহত হয়েছে।
তিনি বলেন: পূর্ব থেকে একটি মোটরবাইকে একটি বোমা স্থাপন করা হয়েছিল। বোমাটির বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। এই অঞ্চলটি তালেবানের সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।
উল্লেখ্য, পারভান প্রদেশটি আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত। সম্প্রতি এই অঞ্চলে তাজিকিস্তানের নাগরিক সহকারে হাজারা, কাজালবাশ এবং পাশ্তুন গোত্রের লোকেরা স্থানান্তরিত হয়ে এই এলাকায় বসবাস করছে।
উক্ত প্রদেশের খালাজায়ী অঞ্চলে ১৫ই সেপ্টেম্বর এক বোমা বিস্ফোরণের ফলে ৫ জন নিহত হয়েছেন।
iqna