IQNA

হাশদ আশ-শাবির কমান্ডর;

দায়েশের কমান্ডাররা আমেরিকান ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে

23:56 - December 05, 2018
সংবাদ: 2607456
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের হাশদ আশ-শাবির কমান্ডর হাশেম মুসাভী বলেছেন: ইরাক ও সিরিয়ার সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতারা পালিয়ে আশ্রয় নিচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের বাসিজ বাহিনী হাশদ আশ-শাবির কমান্ডর হাশেম মুসাভী এ ব্যাপারে বলেন: ইরাকী নিরাপত্তা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দায়েশ তথা আইএসের বেশ কয়েকজন কমান্ডার ইরাক ও সিরিয়ার সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে আশ্রয় নিয়েছে।

তিনি আমেরিকার আল-তানাফ বেসটিকে দায়েশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অভয়ারণ্য হিসাবে উল্লেখ করে বলেছেন: দামেস্ক ও বাগদাদের সরকারকে চাপ প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়েশের কমান্ডারদের তাদের সামরিক ঘাটিতে আশ্রয় দিচ্ছে।

হাশদ আশ-শাবির কমান্ডার আরও বলেন: ইরাকের নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় হুরান মরুভূমি থেকে সন্ত্রাসীদের অস্তিত্ব নির্মূল করতে চাচ্ছে। কিন্তু মার্কিন সেনারা এই পদক্ষেপের বাধা দিচ্ছে।

এই অঞ্চলের জন্য আমেরিকা বড় পরিকল্পনা রয়েছে বলে তিনি বলেন: মার্কিন বাহিনী প্রায়ই ইরাক-সিরিয়ার সীমান্তের আকাশ পথে টহল দিয়ে দায়েশের আন্দোলনকে সমর্থন করছে।

iqna

 

captcha