বার্তা সংস্থা ইকনা: মিশরীয় এন্ডোডমেন্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, এসকল স্কুলে এই মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে পরিচালিত হবে এবং এসকল স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে কুরআন তিলাওয়াত ও হেফজ প্রশিক্ষণ দেয়া হবে।
মিশরীয় এন্ডোডমেন্ট মন্ত্রণালয় এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে, নতুন এই ২৪ স্কুল উদ্বোধনের মাধ্যমে এ পর্যন্ত এন্ডোডমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ৭৮৮টি স্কুল উদ্বোধন করা হয়েছে।
মিশরের এন্ডোডমেন্ট মন্ত্রণালয় ঘোষণা করেছে, অতি শীঘ্রই এসকল কুরআনিক স্কুলের তথ্য সম্পর্কে বিজ্ঞাপন প্রচার করা হবে। যাতে করে অভিভাবকগণ তাদের সন্তানদের নিকটবর্তী স্কুলে ভর্তি করাতে পারে।
iqna