IQNA

কাবুলে আত্মঘাতী হামলায় ২৯ জন নিহত

21:11 - December 25, 2018
সংবাদ: 2607615
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়িবোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের প্রবেশপথে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একদল বন্দুকধারী মন্ত্রণালয়ে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বোমা বিস্ফোরণের চেয়ে গুলিবর্ষণে বেশি মানুষ নিহত হয়েছে বলে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। গণপূর্ত মন্ত্রণালয়ে বন্দুকধারীদের হামলার সময় অনেক প্রাণে বাঁচতে ভবনের দোতলা বা তিনতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত দুই বন্দুকধারী নিহত হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ চলছিল। কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

iqna

captcha