বার্তা সংস্থা ইকনা: এই হামলাটি চাহার সারেহ (চৌমুখী) সংগঠিত হয়েছে। খানাবাদের গভর্নর বলেছেন: আফগানিস্তানের মাগলী শহরে যুদ্ধ তীব্রতর হয়। এই শহরে নিরাপত্তা বাহিনী বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন: তালেবানরা পশ্চাদপসরণ করছে। শীঘ্রই "কুণ্ডুয-তাখার" মহাসড়ক খুলে দেয়া হবে।
এছাড়াও সংবাদ ভিত্তিক ওয়েবসাইট "হুশদারে আফগানিস্তান" লিখেছে: সিকিউরিটি ফোর্সেস স্টেশনে সন্ত্রাসী গ্রুপ তালেবান হামলার ফলে "কুণ্ডুয-তাখার"-এর মহাসড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
তাখারের পুলিশ মুখপাত্র আনয়ামুদ্দিন রহমানী এ ব্যাপারে বলেছেন: ইতিমধ্যে ঘটনাস্থলে আরও নিরাপত্তা বাহিনীকে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এই মহাসড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়নি।
এখনও সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের মধ্যে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ অব্যাহত আছে। কুণ্ডুযের পুলিশ এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও ঘোষণা করেনি। তবে কুন্ডুজ প্রাদেশিক কাউন্সিলের প্রধান ওলী মুহাম্মাদ ইউসুফি আইয়ুবী বলেছেন: এই সংঘর্ষের ফলে নিরাপত্তা বাহিনীর তিন জন সদস্য নিহত হয়েছেন।