IQNA

মিশরে ১২টি কুরআনিক স্কুলের উদ্বোধন

1:57 - December 31, 2018
সংবাদ: 2607649
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসওয়ান এবং বাহরুল আহমার প্রদেশে ১২টি কুরআনিক স্কুলের উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: স্কুলসমূহ উদ্বোধনের অনুষ্ঠানে মিশরের আওকাফ মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে: বিনামূল্যে কুরআন হেফজ এবং কুরআনের সেবা প্রদানের জন্য এই ১২টি কুরআনিক স্কুল উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য, এরপূর্বে আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিশরের কায়রো, গিজা, আলেকজান্দ্রিয়া, মেনোফিয়া, গারবিয়া, আল-ফয়ুম, কুফর আল-শেখ, বানী সুভি, ডাকিলেহে, কিনা, আসিয়ুত, আল-কালিবিয়া, আল-আকাসার, আল-মনিয়া, আল-শারকিয়া, উত্তর সিনাই, পোর্ট সাইদ, দক্ষিণ সিনাই, ওয়াদি জাদিদ, দিমিয়াত, মাতরুহ, বাহরুল আহমার সুয়েজ, সুহাজ ও ইসমাঈলীয়া প্রদেশে ৭৮৮টি কুরআনিক স্কুল উদ্বোধন করা হয়েছে। নতুন এই ১২টি স্কুল উদ্বোধনের মাধ্যমে সেদেশে আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ৮০০টি কুরআনিক স্কুল উদ্বোধন করা হয়েছে।
iqna

 

captcha