IQNA

সুইডেনের মসজিদে গুলি বর্ষণ

17:58 - January 02, 2019
সংবাদ: 2607665
আন্তর্জাতিক ডেস্ক: সুইডিশ সংবাদপত্র "আফটুনিবালাডী" ঘোষণা করেছে, সুইডেনের মালমো শহরের একটি মসজিদের সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে।



বার্তা সংস্থা ইকনা: মালমো শহরের পুলিশ বিভাগে দায়িত্বশীল এক মিডিয়া কর্মকর্তা বলেছেন: নববর্ষ উপলক্ষে আতশবাজির শব্দের কারণে গুলি বর্ষণের শব্দ শোনা যায়নি। তবে খবর পাওয়া মাত্র পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
তিনি বলেন: সন্ত্রাসীরা মসজিদকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করেছে। তবে এর ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মিডিয়ার এই কর্মকর্তা আরও বলেন: ইতিমধ্যে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু হবে। সন্ত্রাসীদের এই কাজের মুল উদ্দেশ্য হচ্ছে মুসল্লিদের হত্যা কর।
সুইডিশ সংবাদপত্র "আফটুনিবালাডী" হামলাকৃত মসজিদের নাম উল্লেখ করেনি। উল্লেখ্য, মালমো শহর সুইডেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই সেদেশের বৃহত্তম শহরের মধ্যে অন্যতম।
iqna

 

captcha