IQNA

জেদ্দায় পবিত্র কুরআনের ক্ষুদ্রতম পাণ্ডুলিপি প্রদর্শন

22:41 - January 02, 2019
সংবাদ: 2607668
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ৪র্থতম আন্তর্জাতিক গ্রন্থ মেলায় গিনিস বুকে নথিভুক্ত পবিত্র কুরআনের সবচেয়ে ক্ষুদ্র পাণ্ডুলিপির প্রদর্শন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জেদ্দার "মালিক আব্দুল আজিজ" বিশ্ববিদ্যালয়ের অনুষদের সদস্য মোহাম্মদ সাঈদ করিম পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির গুণাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করেন।
এই পাণ্ডুলিপিটি বিক্রয় অথবা কাউকে দান করার সম্ভব নয়। পাণ্ডুলিপিটির দৈর্ঘ্য ২০ মিলিমিটার, প্রস্থ ১৫ মিলিমিটার এবং পুরুত্ব ৮ মিলিমিটার।
সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিষয়ক উপপরিচালক আব্দুল্লাহ বিন হাসান আল-কানানী এ ব্যাপারে বলেন: ৪র্থতম আন্তর্জাতিক গ্রন্থ মেলার আয়োজক কমিটি নতুন ও উপযোগী সাংস্কৃতিক পণ্য সরবরাহের মাধ্যমে এই প্রদর্শনীকে অনন্য করার চেষ্টা করেছে। এই উদ্দেশ্য পূরণের জন্য বিশ্বের মধ্যে পবিত্র কুরআনের সবচেয়ে ক্ষুদ্র পাণ্ডুলিপি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনীতে বিভিন্ন বিষয়ের উপর লেখা এক লাখ আশি হাজার বই উপস্থাপন করা হয়েছে। আশাকরা হচ্ছে প্রতিদিন ৫০ হাজার দর্শনার্থী এই প্রদর্শন দেখতে আসবেন।
উল্লেখ্য, জেদ্দায় অনুষ্ঠিতব্য ৪র্থতম আন্তর্জাতিক গ্রন্থ মেলাটি "গ্রন্থ, শান্তি ও সহনশীলতা" শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত গ্রন্থমেলা বিশ্বের ৪০টি দেশের ৪০০টি প্রকাশকের অংশগ্রহণের মাধ্যমে ২৬শে ডিসেম্বর শুরু হয়েছে এবং একাধারে ৫ম জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে।
প্রদর্শনীর পাশাপাশি ভিজুয়াল আর্টস, ফটোগ্রাফি, আরবি ক্যালিগ্রাফি, সেমিনার, কনফারেন্স এবং বিভিন্ন প্রদর্শনীর আলোকে 60 টি কর্মশালায় 50 টি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
iqna

 

captcha