বার্তা সংস্থা ইকনা: তুর্কী মানবিক সহায়তা বোর্ড (İHH) আজ (৩য় জানুয়ারি) ঘোষণা করেছে: ২০১৮ সালে নাইজার, ক্রিমিয়ার উপদ্বীপ ও হাঙ্গেরি সহকারে ১০টি দেশে পবিত্র কুরআনের ৫১ হাজারের অধিক পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
উক্ত সংগঠন এক বিবৃতিতে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে আফ্রিকান মহাদেশের মুসলমানদের কুরআন তিলাওয়াত শেখা ও হেফজের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বলে উল্লেখ করেছে।
তুর্কী মানবিক সহায়তা বোর্ড আরও ঘোষণা করেছে, বিশ্বের সকল দেশে মুসলিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণের জন্য এই বোর্ড নগদ অর্থ প্রদান করে বিভিন্ন সংস্থাকে সহায়তা করছে।