বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার দেইর আয-যোর শহরের পূর্বাঞ্চলের ফালিতা এলাকায় সেদেশর গণতান্ত্রিক বাহিনী কাসাদের বেশ কয়েক জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। নিরাপত্তার দায়িত্ব পালনরত অবস্থায় দায়েশের সন্ত্রাসীরা তাদের উপর আকস্মিক হামলা চালিয়ে এই বাহিনী বেশ কয়েক জন সদস্যকে হত্যা করেছে।
উল্লেখ্য, সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর নাম "কাসাদ। এই দলটি ২০১৫ সালে গঠিত হয়েছে।