বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ২য় জানুয়ারি ঘোষণা করেছে, গতরাতে পশ্চিম তীরে হামলা চালিয়ে ফিলিস্তিনের ১৫ জনকে গ্রেফতার করেছে।
ইসরাইলি সেনারা বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এসকল ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তবে কি ধরণের কার্যক্রম করেছে, সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি।
ইসরাইলি বাহিনী তাদের লিস্টকৃত ব্যক্তিদের অনুসন্ধান ও গ্রেফতার করার জন্য জেরুজালেম ও পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালাচ্ছে।
ফিলিস্তিন সূত্রের জরিপ অনুযায়ী, বর্তমানে ২৭০ জন শিশু, ৫২ জন নারী এবং ৬ জন সংসদ প্রতিনিধিসহ ৬ হাজারের অধিক বন্দি ইসরাইলি কারাগারে বন্দী রয়েছে।
iqna