বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের দ্বিতীয় চ্যানেলের ঘোষণা অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলের জোরপূর্বক দখল করা "বাইত সাফাফ", "বাইত হানিনা" এবং "জাবাল আল-মাকবার" মিনিটাউন ও শায়ফাত ক্যাম্পের এলাকায় গোলমাল ও শব্দদূষণের অভিযোগে উক্ত এলাকাসমূহের মসজিদ থেকে স্পিকার পরিবর্তন করে ছোট অথবা কম শব্দের স্পিকার প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইহুদিদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরাইলি পুলিশ অনুমতি দিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তারা মসজিদ থেকে আযান শব্দ মুছে ফেলার চেষ্টা করছে। দখলদার ইসরাইলের অধিবাসীরা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১৫ থেকে ২০ হাজার ডলার বজেট বরাদ্দ করেছে।