IQNA

আফগানিস্তানের নাঙ্গারহারে দায়েশের সিনিয়র সদস্য নিহত

6:35 - January 26, 2019
সংবাদ: 2607790
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে দায়েশের ঘাটিতে আমেরিকার আর্মি ড্রোন হামলায় এই সন্ত্রাসী গোষ্ঠী এক সিনিয়র সদস্য নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের প্রেস অফিস ঘোষণা করেছে, এই প্রদেশের চাপারহার উপশহরে দায়েশের ঘাটিতে আমেরিকার আর্মি ড্রোন হামলায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সিনিয়র সদস্য ক্বারি নাকিবুল্লাহ নিহত হয়েছে।

আফগান মিডিয়া এক খবরে প্রকাশ করেছে, ক্বারি নাকিবুল্লাহ পাকিস্তানের নাগরিক।

উল্লেখ্য, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশ সেদেশের সবচেয়ে নিরাপত্তাহীন প্রদেশগুলির মধ্যে একটি। এই প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং জঙ্গি গোষ্ঠী তালেবানের সদস্যরা ব্যাপকভাবে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে। iqna

captcha