IQNA

৭৫ বছর বয়সে কুরআনের হাফেজ হলেন সৌদি আরবের "মোনিসা"

20:18 - January 26, 2019
সংবাদ: 2607793
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আসির শহরের ৭৫ বছরের "মোনিসা বিনতে সায়িদ বিন জাফর আল-আলীয়ানী" লেখাপড়া না পারা সত্ত্বেও সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ৭৫ বছরের নিরক্ষর এই বৃদ্ধা সৌদি আরবের আল-বাসায়ের শহরের পার্শ্ববর্তী শহর আসিরের নিবাসী। তিনি দীর্ঘ ৯ বছরে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন। তিনি সর্বপ্রথম পবিত্র কুরআনের ছোট সূরাগুলো হেফজ করা শুরু করেন।
পরিবারের অন্যান্য সদস্য এবং ইলেকট্রনিক লার্নিং ডিভাইসের মাধ্যমে কুরআন তিলাওয়াত শুনে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
সৌদি আরবের ৭৫ বছরের এই বৃদ্ধা ইলেকট্রনিক ডিভাইসে কুরআন তিলাওয়াত শুনতেন। অতঃপর তিনি বেশ কয়েকবার সেগুলো বলতেন। তিন পারা মুখস্থ হওয়ার পর তিনি পুনরাবৃত্তি করতেন। এভাবে মোনিসা বিনতে সায়িদ সম্পূর্ণ কুরআন হেফজ করেন।
এ ব্যাপারে মোনিসা বিনতে সায়িদ বলেন: আমার পরিবার এবং দারুল ইয়াক্বিন নামক কুরআন হেফজ সেন্টারের সদস্যদের অনুপ্রেরণার জন্য আমি কুরআন হেফজ করতে সফল হয়েছি। iqna

ট্যাগ্সসমূহ: সৌদি ، হাফেজ ، ইকনা ، হেফজ ، কুরআন ، আরব
captcha