IQNA

কুয়েতের কুরআন মাহফিলে অংশগ্রহণ করবেন বিশ্ব বিখ্যাত ক্বারি “মাহমুদ শাহাত আনোয়ার”

20:37 - February 02, 2019
সংবাদ: 2607853
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বিখ্যাত ক্বারি “মাহমুদ শাহাত আনোয়ার” ৫ম ফেব্রুয়ারিতে কুয়েতের কুরআন মাহফিলে তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করবেন।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন মাহফিলের অনুষ্ঠান কুয়েতের সামাজিক সাংস্কৃতিক এসোসিয়েশনের উদ্যোগে এবং সেদেশর ইমাম হুসাইন (আ.) তারতিল শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ম ফেব্রুয়ারি স্থানীয় সময় ২০টায় এই মাহফিল অনুষ্ঠিত হবে।

কুরআন মহফিলটি শুধুমাত্র পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে। কুয়েতের হাওলী এলাকার সামাজিক সাংস্কৃতিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উক্ত কুরআন মাহফিলের অনুষ্ঠানটি সামাজিক মিডিয়া ইউটিউবের Thaqafakw চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আগ্রহী ব্যক্তিরা ৫ম ফেব্রুয়ারি স্থানীয় সময় ২০টায় এই চ্যানেলে প্রবেশ করে মিশরের মরহুম শাহাত মুহাম্মাদ আনোয়ারের ছেলে ক্বারি মাহমুদ শাহাত আনোয়ারের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে পারবেন। iqna

 

 

captcha