বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন মাহফিলের অনুষ্ঠান কুয়েতের সামাজিক সাংস্কৃতিক এসোসিয়েশনের উদ্যোগে এবং সেদেশর ইমাম হুসাইন (আ.) তারতিল শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ম ফেব্রুয়ারি স্থানীয় সময় ২০টায় এই মাহফিল অনুষ্ঠিত হবে।
কুরআন মহফিলটি শুধুমাত্র পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে। কুয়েতের হাওলী এলাকার সামাজিক সাংস্কৃতিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত কুরআন মাহফিলের অনুষ্ঠানটি সামাজিক মিডিয়া ইউটিউবের Thaqafakw চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আগ্রহী ব্যক্তিরা ৫ম ফেব্রুয়ারি স্থানীয় সময় ২০টায় এই চ্যানেলে প্রবেশ করে মিশরের মরহুম শাহাত মুহাম্মাদ আনোয়ারের ছেলে ক্বারি মাহমুদ শাহাত আনোয়ারের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে পারবেন। iqna