IQNA

সামাররায় বোমা হামলায় নিহত ১

9:31 - February 05, 2019
সংবাদ: 2607875
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সামাররায় বোমা হামলায় একজন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের সালাহ আল-দিন প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছ, গতকাল (৪র্থ ফেব্রুয়ারি) সকালে সামাররা’র “আল-জালালাম” এলাকার একটি রাস্তার পাশে হস্ত নির্মিত বোমা বিস্ফোরণের ফলে একজন শিশু নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন। আহতরা সকলেই নিহত শিশুর পরিবারের সদস্য।

এই নিরাপত্তা সূত্রের আরও জানিয়েছ, একটি পরিবার গাড়িতে থাকা অবস্থায় রাস্তার পাশে থাকা ঐ হস্ত নির্মিত বোমাটির বিস্ফোরণ ঘটে। এরফলে শিশুটি নিহত হয়।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুকে ফরেনসিক বিভাগে ও আহতদের হাসপাতালে স্থানান্তর করে। iqna

captcha