IQNA

জেরুজালেমের ইসলামী বিপ্লবী গার্ড কাউন্সিলের প্রধান গ্রেফতার

19:50 - February 25, 2019
সংবাদ: 2608009
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা গতকাল সকালে জেরুজালেমের ইসলামী বিপ্লবী গার্ড কাউন্সিলের প্রধান শেইখ আব্দুল আযিম সালহাব এবং তার উপদেষ্টা শেইখ নাজেহ বাকিরাত’কে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলি সেনারা গতকাল (২৪শে ফেব্রুয়ারি) সকালে জেরুজালেমের উত্তরাঞ্চলীয় বাইতুল হানিনা উপশহরে ইসলামী বিপ্লবী গার্ড কাউন্সিলের প্রধান শেইখ আব্দুল আযিম সালহাবের বাড়িতে হামলা চালিয়ে তাকে অজানা স্থানে নিয়ে গিয়েছে।

এছাড়াও যায়নবাদী সেনারা জেরুজালেমের উত্তরাঞ্চলীয় সুরবাহার উপশহরে শেইখ আব্দুল আযিম সালহাবের উপদেষ্টা শেইখ নাজেহ বাকিরাতের বাড়িতেও হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে যায়।

ফিলিস্তিনের নাগরিক বাবুর রাহমা খুলে দেয়ার জন্য বিক্ষোভ করেছিল। বিগত এক সপ্তাহ এর জের ধরে জেরুজালেমের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। ফিলিস্তিনিবাসীর বিক্ষোভের ফলে দখলদার ইহুদিবাদী ইসরাইল বাবুর রাহমা খুলে দিতে বাধ্য হয়েছে। এরফলে ফিলিস্তিনিরা দীর্ঘ ১৬ বছর পর বাবুর রাহমার মুসল্লাতে নামাজ আদায় করেছে। iqna

 

 

captcha