IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

22:48 - March 01, 2019
সংবাদ: 2608042
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের পোর্ট সাইয়িদ শহরে দ্বিতীয়-বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুক্রবার (১ম মার্চ) শুরু হয়েছে।

দ্বিতীয়-বর্ষ আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠানটি “শেইখ আব্দুল বাসেত আব্দুস সামাদ” শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার অনুষ্ঠানটি একাধারে ৫ম মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

আরব ও আফ্রিকা থেকে ২৯টি দেশের ৫৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এসকল প্রতিযোগিতা কুরআন হেফজ, সাউত এবং ধর্মীয় উদ্যোগ বিষয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন।

মিশরীয় প্রধানমন্ত্রী মোস্তফা মোদবোলির তত্ত্বাবধায়নে এবং পোর্ট সাইয়িদ শহরের গভর্নর আদলে আল-আজবানের সহযোগিতায় উক্ত শহরে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর টিমে মিশর, আমিরাত, সুদান এবং মরক্কোর দক্ষ বিচারকগণ উপস্থিত রয়েছেন।

আল-আজহারের কুরআন সংশোধন ও পর্যালোচনা কমিটির চেয়ারম্যান আব্দুল করিম সালেহ উক্ত প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। iqna

 

 

captcha