IQNA

18:58 - March 02, 2019
সংবাদ: 2608047
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ২০তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ২৭শে ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সংযুক্ত আরব আমিরাতে “শেইখা হিন্দ বিনতে মাকতুম” শিরোনামে ২০তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ২৭শে ফেব্রুয়ারি বিকালে দুবাইয়ের “আল-নাহজাত” মহিলা এসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইব্রাহিম মুহাম্মাদ বুমালহাসহ এই কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় কুরআন প্রতিযোগিতার আয়োজন কমিটির সদস্য আহমাদ আল-যাহেদ বলেন: জাতীয় কুরআন প্রতিযোগিতার এই পর্বের জন্য এদেশের বিভিন্ন কুরআন হেফজ ও প্রশিক্ষণ সেন্টার ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। উক্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৬২ জন পুরুষ প্রতিযোগী এবং ২৬৪ জন নারী প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এসকল প্রতিযোগীদের মধ্যে চূড়ান্ত পর্বে ৬৪ জন পুরুষ প্রতিযোগী এবং ৭৭ জন নারী প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইব্রাহিম মুহাম্মাদ বুমালহা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে “শেইখা হিন্দি বিনতে মাকতুম” শিরোনামে ২০তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে এবং দুবাইয়ের গভর্নর ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেইখ মুহাম্মাদ বিন রাশেদ আলে মাকতুম এবং শেইখা হিন্দ বিনত মাকতুম আলে মাকতুমের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। iqna

 

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: