IQNA

কাশ্মীরে জামায়াতে ইসলামির তিন নেতা গ্রেফতার

18:11 - March 05, 2019
সংবাদ: 2608061
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশ ছয়টি এলাকায় হামলা চালিয়ে জামায়াতে ইসলামির তিন নেতাকে গ্রেফতার করেছে। এছাড়াও তারা এই দলের অন্তর্গত বেশ কয়েকটি ভবনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভারতের এক পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে ঘোষণা করেছে: কাশ্মীরে জামায়াতে ইসলামির সদর দফতরে হামলা চালিয়ে তাদের গুরুত্বপূর্ণ নথি ও দলিল জব্দ করা হয়েছে এবং এই দলের ৬টি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলো অবিলম্বে ব্লক করার জন্য ব্যাংকের নিকটে অনুরোধ করা হয়েছে।
ভারতীয় সরকার শুক্রবার (১ম মার্চ) এক বিবৃতিতে চরমপন্থিদের সমর্থন করার জন্য জামায়াতে ইসলামির কার্যক্রম ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপর এই দলের বিশিষ্ট কিছু নেতাসহ ‌১৫০ জনের অধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
কাশ্মীরে জামায়াতে ইসলামি দলটি ১৯৪২ সালে গঠিত হয়েছে। এই দলের সদর সপ্তর এই শহরে অবস্থিত। এই দলটিকে কাশ্মীরের জনগণ সমর্থন করে।
এর পূর্বেই নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি গোষ্ঠীর হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় ৪৬ জন আহত হয়েছেন। এই হামলার দায়ভার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ স্বীকার করেছে।
ভারতের মিডিয়ার উদ্ধৃতি দিয়ে রাশিয়ান স্পুটনিক নিউজ এজেন্সি ঘোষণা করেছে: জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহার শনিবার সন্ধ্যা এক হামলায় নিহত হয়েছে। iqna

 

 

captcha