IQNA

দামেস্কে দূতাবাস খোলার জন্য সৌদি আরবের শর্ত

20:55 - March 05, 2019
সংবাদ: 2608064
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদলে আল-জোবায়ের গতকাল ঘোষণা করেছেন: সিরিয়ায় পরিপূর্ণভাবে যুদ্ধ শেষ হওয়ার পর, সৌদি আরব সেদেশে পুনরায় দূতাবাস চালু করবে।

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সৌদি আরবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদলে আল-জোবায়ের বলেছেন: সিরিয়ায় সৌদি দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি সেদেশর রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় উপর নির্ভর করছে।
তিনি বলেন: দামেস্কে দূতাবাস খোলার জন্য এখনও সিরিয়ায় তেমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি।
আল জোবায়ের আরও বলেছেন: সিরিয়ায় সৌদি দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি শুধুমাত্র সেদেশে যুদ্ধ অবসানের উপর নির্ভর করছে।
তিনি বলেন: আরব লীগে ফিরে যাওয়ার জন্য সিরিয়ার সময় এখনো আসেনি। iqna

 

captcha