বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের "দিদ" সংবাদ সংস্থার মালিক সাইয়্যেদ আলী রেজা মাহমুদী ইকনাকে বলেছ: ৬ষ্ঠ মার্চ সকালে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। নাঙ্গারহারের গভর্নর আতাউল্লাহ খুগিয়ানী বক্তৃতার উপর দৃষ্টিপাত করে তিনি বলেন: নাঙ্গারহারের বিমানবন্দরের কাছে একটি বেসরকারি সংস্থার অফিসে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
আলী রেজা মাহমুদী আরও বলেন: নাঙ্গারহার প্রদেশটি আফগানিস্তানের পূর্বে অবস্থিত। এই প্রদেশের কেন্দ্রীয় শহর জালালাবাদ। প্রদেশটিতে ১৪ লাখ ৩৬ হাজার জনগণ বসবাস করছে।
এর পূর্বের জালালাবাদে এক বিক্ষোভ মিছিলে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে ১২০ জন আহত হয়েছিল। iqna