IQNA

ভারতীয় বিমান ভূপাতিত করেছেন যে দুই পাইলট

20:08 - March 07, 2019
সংবাদ: 2608075
গত সপ্তাহে পাকিস্তানের যে দুই পাইলট ভারতের দুটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তান সরকার। গতকাল (বুধবার) পাক সরকার প্রথমবারের মতো এ দুই পাইলটের পরিচয় প্রকাশ করে।

বার্তা সংস্থা ইকনা: ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশংকা প্রবল হয়। ২৭ ফেব্রুয়ারির ওই ঘটনায় ভারতের মিগ-২১’র পাইলট  অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। গত শুক্রবার অভিনন্দনকে ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গতকাল জাতীয় সংসদে বলেন, “পাকিস্তানি বিমান বাহিনী ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে।” তিনি জানান, স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকি এবং উইং কমান্ডার নুমান আলী খান বিমান দুটি ভূপাতিত করেন। মেহমুদ কোরেশি আরো বলেন, তিনি এ দুই পাইলটকে সম্মান জানাতে চান। এর আগে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেসরকারিভাবে সিদ্দিকির নাম আসছিল। পার্সটুডে

captcha