IQNA

ইরাকে মিশরীয় দূতাবাসের প্রধান:
21:03 - March 20, 2019
সংবাদ: 2608168
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে অবস্থিত মিশরের দূতাবাসের প্রধান বলেছেন: ইমাম আলী(আ.)এর জন্মবার্ষিকী সকল মাযহাবের মূল্যবোধ নির্বিশেষে মুসলমানদের জন্য আনন্দমুখর একটি দিন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকে অবস্থিত মিশরের দূতাবাসের প্রধান আবিদাহ আল-দান্দ্রাভি আজ আমিরুল মু’মিনিন আলী ইবনে আবু তালিব (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করেছেন।

ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর মাযার পরিচালক কমিটির সদস্য “ফায়েগ আল-শামরি”র সাথে এক সাক্ষাৎকারে মিশরের রাষ্ট্রদূত বলেন: ইমাম আলী (আ.)এর জন্মদিন সকল মুসলমানদের জন্য সুপ্রসন্ন আনন্দমুখর একটা দিন।

তিনি আরো বলেন: এই জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে মিশর ও ইরাকের মধ্যে সকল বিষয়ে সম্পর্ককে শক্তিশালী করা। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: