IQNA

বসনিয়ায় তৃতীয় বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতা

21:16 - March 28, 2019
সংবাদ: 2608220
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোয় তৃতীয় বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সারাজেভোর মালেক ফাহাদ সাংস্কৃতিক কেন্দ্রের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রচারণা ও নির্দেশনা বিভাগের প্রতিনিধিত্বে এবং বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামী কেন্দ্রের সহযোগিতায় ২৬শে মার্চ উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তৃতীয় বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সেদেশের বিভিন্ন কুরআনিক সেন্টারের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র ৩০ পরা হেফজ এবং ২৮, ২৯ ও ৩০ পরা হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

মালেক ফাহাদ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মোহাম্মাদ বিন হাসান অলে শেইখ বলেন: এই কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের যুবকদের কুরআন তিলাওয়াত ও হেফজের প্রতি আকৃষ্ট করা এবং ধর্মীয় বিষয়াদি সম্পর্কে অবগত করা।

উল্লেখ্য যে, প্রতিযোগিতার শেষে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরুষকার বিতরণ করা হয়। iqna

 

 

captcha