IQNA

ইরানে শুরু হলো ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

18:50 - April 10, 2019
সংবাদ: 2608305
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আজ (বুধবার) থেকে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। বার্তা সংস্থা ইকনা: বিশ্বের ৬২টি দেশের প্রতিনিধির অংশগ্রহণের মাধ্যমে উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের ইসলামি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। অতীতের মতো এবারও প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে কয়েকজন হাফেজ ও ক্বারি অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রতি বছর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোটা বিশ্বে পবিত্র কুরআনের সমৃদ্ধ সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া এবং কুরআনের চর্চা বাড়ানোই এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য। বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থসহ নানা পুরস্কার দেওয়া হয়।  iqna

captcha