IQNA

শ্রীলঙ্কায় জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ১৫

18:45 - April 27, 2019
সংবাদ: 2608430
আন্তর্জাতিক ডেস্ক: ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পর জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে দেশটির সেনাবাহিনী। আজ শ্রীলঙ্কান পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে ১৫ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দেশটির পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুক্রবার রাতভর জঙ্গিদের গোলাগুলি হয়েছে। এতে ছয় শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন।

সাইন্দামারুদু এলাকায় একটি জঙ্গি আস্তানার খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। তাদের সঙ্গে এসটিএফ অভিযানে নামে। ঘটনাস্থলের একটি ঘরে ঢোকার মুখে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পরে সেখানে তিন আত্মঘাতী পুরুষ জঙ্গির লাশ পাওয়া যায়। নারী ছিল তিনজন। সঙ্গে তাদের ছয় ছেলেমেয়েও মারা গেছে। ঘরের বাইরে পাওয়া যায় আরও তিনটি লাশ।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, নিহতদের মধ্যে তিন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন।

সেনাবাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু এক বিবৃতিতে বলেন, সৈন্যরা ঘরের দিকে অগ্রসর হতে গেলে তিনটি বিস্ফোরণ হয় এবং এরপর গোলাগুলি শুরু হয়। নিহত জঙ্গিরা ন্যাশনাল তৌহিদ জামাতের সদস্য বলেও জানিয়েছেন তিনি।

গত রবিবার দেশটিতে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। হামলার পর এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ৭৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি স্থানে অভিযান চালাচ্ছে তারা।  iqna

 

 

 

captcha