পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রুহানি আরও বলেন, ইরানের তেল বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমেরিকা ভুল করেছে। আমেরিকা তেল বিক্রিতে বাধা দিয়ে ইরানের বৈদেশিক আয় কমাতে চায়। একই সঙ্গে আমেরিকা ইরানের আমদানি নির্ভরতা বাড়াতে চায়। আমেরিকার এসব ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারাই ফ্রন্ট লাইনে রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা দেখতে পাবে ইরান তার তেল রপ্তানি অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিশ্বের কোনো কোনো দেশ মার্কিন চাপের কাছে নতিস্বীকার করেছে। কিন্তু ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান সব সময় আমেরিকার অন্যায় তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
এ সময় তিনি মার্কিন চাপের মোকাবেলায় ইরানের সরকার ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকদের গুরুত্বের কথা তুলে ধরেন। রুহানি বলেন, দেশে উৎপাদন বাড়লে মানুষের কল্যাণ নিশ্চিত হবে এবং অর্থনেতিক সক্ষমতা বাড়বে। iqna