IQNA

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট

17:40 - April 30, 2019
সংবাদ: 2608449
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের তেল রপ্তানি অব্যাহত থাকবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবসকে সামনে রেখে শ্রমিকদের সম্মানে আজ (মঙ্গলবার) তেহরানে আয়োজিত এক উৎসবে এ কথা বলেন। এ উৎসবে তিনি শ্রেষ্ঠ শ্রমিকদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রতি বছর এ সময় ইরানে শ্রমিক সপ্তাহ পালিত হয়।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রুহানি আরও বলেন, ইরানের তেল বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমেরিকা ভুল করেছে। আমেরিকা তেল বিক্রিতে বাধা দিয়ে ইরানের বৈদেশিক আয় কমাতে চায়। একই সঙ্গে আমেরিকা ইরানের আমদানি নির্ভরতা বাড়াতে চায়। আমেরিকার এসব ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারাই ফ্রন্ট লাইনে রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা দেখতে পাবে ইরান তার তেল রপ্তানি অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিশ্বের কোনো কোনো দেশ মার্কিন চাপের কাছে নতিস্বীকার করেছে। কিন্তু ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান সব সময় আমেরিকার অন্যায় তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

এ সময় তিনি মার্কিন চাপের মোকাবেলায় ইরানের সরকার ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকদের গুরুত্বের কথা তুলে ধরেন। রুহানি বলেন, দেশে উৎপাদন বাড়লে মানুষের কল্যাণ নিশ্চিত হবে এবং অর্থনেতিক সক্ষমতা বাড়বে।   iqna

captcha