IQNA

পবিত্র রমজান মাসে মিশরে ৩০০ মসজিদ উদ্বোধন করা হবে

19:46 - May 02, 2019
সংবাদ: 2608463
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আওকাফ মন্ত্রণালয় ঘোষণা করেছে, পবিত্র রমজান মাসের ৩০০টি মসজিদ উদ্বোধন করা হবে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের আওকাফ মন্ত্রী মোহাম্মদ মোখতার জুমা  মঙ্গলবার বিকালে তার জন্মস্থান হরিয়াত রজনহ গ্রামে আহমাদ আরবী নামক একটি বৃহৎ মসজিদ উদ্বোধন করেছেন। উক্ত মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আল-শারকিয়াহ প্রদেশের গভর্নরের উপদেষ্টা সায়িদ আব্দুল মায়তী এবং এন্ডোভমেন্টস মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী শেইখ জাকারিয়া আল-খতিব উপস্থিত ছিলেন।

মসজিদ নির্মাণ কমিটির সদস্য শাইখ মুহাম্মাদ আল আওজা বলেন: আহমাদ আরাবী মসজিদটি ১২০০ বর্গমিটার জমির উপর করা হয়েছে। মসজিদটি নির্মাণের জন্য ১৫ মিলিয়ন মিশরীয় পাউন্ড ব্যয় হয়েছে।

মিশরের আওকাফ মন্ত্রী ঘোষণা করেছেন: এক সপ্তাহে ৩০০টি মসজিদ উদ্বোধন করা হবে। হয়ত পৃথিবীর কোথাও এত অল্প সময়ে এত সংখ্যক মসজিদ উদ্বোধন হয়নি। iqna

 

 

 

captcha