বার্তা সংস্থা ইকনা: গতকাল স্থানীয় সময় ১১:৪০ মিনিটে শাহরে নু অঞ্চলের হাজী ইয়াকুব চৌরাস্তায় বোমা বিস্ফোরণ হয়েছে।
আফগানিস্তানের নিরাপত্তা কর্তমকার্তাগণ এই হামলার ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি। এছাড়াও হামলার কারণ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
উল্লেখ্য যে, এছাড়াও কাবুলে আরও একটি মাইন বিস্ফোরণের ফলে এক জন নিহত হয়েছেন। কাবুলের আব্দুল হক চৌরাস্তায় অপর এক গাড়ি বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েক জন হতাহত হয়েছে। iqna