IQNA

মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর কথা অস্বীকার করলো ট্রাম্প

15:08 - May 15, 2019
সংবাদ: 2608549
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে যেকোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (মঙ্গলবার) ট্রাম্প সাংবাদিকদের বলেছে, “আমি মনে করি এটা ভুয়া খবর। ওকে? এখন, আমি কী তা করতে পারি? সম্পূর্ণভাবে পারি। কিন্তু এমন পরিকল্পনা আমাদের নেই। আশা করি এমন পরিকল্পনা আমাদের করতে হবে না। যদি আমরা তা করতাম তাহলে আমরা এর চেয়ে বেশি সেনা পাঠাতাম।”
সোমবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান একটি পরিকল্পনা পেশ করেছে যাতে প্যাট্রিক ইরানের হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর কথা বলেছে। ওই পরিকল্পনায় বলা হয়েছে, ইরান মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে পারে এবং পরমাণু কর্মসূচি জোরদার করতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক অভিযানের সময় আমেরিকা যত সেনা মোতায়েন করেছিল এবারও প্রায় তত সেনা মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।  iqna

 

captcha