IQNA

জার্মানে ফেতরা ও কাফফারার পরিমাণ ঘোষণা

14:51 - June 04, 2019
সংবাদ: 2608667
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের বার্লিন শহরের ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টার ২০১৯ সালের ফেতরা এবং রোজার কাফফারার পরিমাণ ঘোষণা করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার ঘোষণা করেছে: এ বছর প্রত্যেক ব্যক্তির জন্য যাকাতে ফেতরার পরিমাণ ৭.৫ ইউরো, অনিচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গলে কাফফারার পরিমাণ  ২.৫ ইউরো এবং ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গলে কাফফারার পরিমাণ ১৫০ ইউরো।

পবিত্র রমজান মাসের শেষে এবং ঈদুল ফিরতের শুরুর সময়ের মধ্যমে জাকাতে ফেতরা পরিশোধ করা ফরজ এবং ফেতরা ঈদের দিন জোহরের (দুপুর) পূর্বে আলাদা করে রাখতে হবে এবং সময় মতো গরীব ও দুস্থ ব্যক্তিদের দিতে হবে।

বার্লিনের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার বিগত বছরগুলোর ন্যায় এ বছরেও ফেতরা ও কাফফারা গ্রহণ করবে। এই সেন্টার ফেতরা ও কাফফারা গ্রহণ করে পরবর্তীতে সঠিক স্থানে প্রদান করে। iqna

 

 

captcha