IQNA

23:42 - June 05, 2019
সংবাদ: 2608677
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম বিশ্বের নেতাদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আলাদা এক বাণীতে প্রেসিডেন্ট রুহানি গতকাল (মঙ্গলবার) বলেন, ঈদুল ফিতর মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি ও সম্পর্ক জোরদার করার বার্তা নিয়ে আসে। তিনি আশা করেন, পবিত্র মাহে রমজান শেষে মুসলিম দেশগুলোর মধ্যে বিশ্ব জোরালো ঐক্য দেখবে; পাশাপাশি অনৈক্য ও বিভক্তি দূরে হবে। জুলুমবাজ ও নিপীড়কদের পরাজয়ের মধ্যদিয়ে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠত হবে। সারা বিশ্বের মুসলমানদের সম্মান ও মর্যাদা সুরিক্ষত হবে বলেও ইরানের প্রেসিডেন্ট আশা করেন।
ইরানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানী তেহরানের ইমাম খোমেনী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।  iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: