IQNA

গাজা উপকূলে মাছ ধরার ক্ষেত্রে ইসরাইলিদের সীমাবদ্ধতা

22:26 - June 08, 2019
সংবাদ: 2608693
আন্তর্জাতিক ডেস্ক: গাজা স্ট্রিপ এ কৃষি বিষয়ক সংস্থার মৎস্য ইউনিয়নের কর্মকর্তা জাকারিয়া বাকর বলেছেন: ইসরাইলি কর্মকর্তারা গাজা উপত্যকার উপকূলে জেলেদের মাছ ধরার ক্ষেত্রে ১৫ মাইল থেকে ১০ মাইল সীমানা কমিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: গাজা স্ট্রিপ এ কৃষি বিষয়ক সংস্থার মৎস্য ইউনিয়নের কর্মকর্তা জাকারিয়া বাকর বলেছেন: ইসরাইলি কর্মকর্তারা গাজা উপত্যকার উপকূলে জেলেদের মাছ ধরার ক্ষেত্রে ১৫ মাইল থেকে ১০ মাইল সীমানা কমিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই সিদ্ধান্ত এখন বাস্তবায়িত হওয়ার পথে রয়েছে। অথচ চলতি সপ্তাহে জেলেদের মাছ ধরার জন্য সীমানা আরও বৃদ্ধি হওয়ার কথা ছিল।

১৯৯৩ সালের অসলো চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনের জেলেরা মাছ ধরার জন্য ২০ মাইল পর্যন্ত পানি ব্যবহার করতে পারবে। তবে ইহুদিবাদী ইসরাইলিরা এই চুক্তি মেনে চলেনি। তারা ফিলিস্তিনি জেলেদের নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম সীমানায় মাছ ধরার অনুমতি দিয়েছে। iqna

 

 

captcha