IQNA

ইরাকে মার্কিন তেলস্থাপনায় রকেট হামলা

22:10 - June 19, 2019
সংবাদ: 2608758
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বসরাতে অজ্ঞাত ব্যক্তিরা কাতিউশা রকেট দিয়ে হামলা করেছে। যে এলাকায় হামলা হয়েছে সেখানে আন্তর্জাতিক কয়েকটি তেল কোম্পানির প্রতিনিধির কার্যালয় রয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (বুধবার) সকালে মার্কিন এক্সোন মোবিল কোম্পানির আবাসিক ও অপরেশন্স সেন্টারের ১০০ মিটারের কাছে রকেটটি পড়ে। এতে তিন শ্রমিক আহত হয়েছে।

এ এলাকায় রয়্যাল ডাচ শেল পিএলসি এবং ইতালির এনি স্পা কোম্পানির সদরদপ্তর রয়েছে। রয়টার্স জানিয়েছে, রকেট হামলার পর এক্সোন কোম্পানি তাদের বিদেশি ২০ কর্মীকে সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে। গত দুদিনে ইরাকে একই ধরনের দুটি ঘটনা ঘটেছে।

গতকাল ইরাকের মসুল শহরে মার্কিন সেনাঘাঁটির কাছে অন্তত একটি কাতিউশা রকেট আঘাত হানে। এছাড়া, সোমবার রাজধানী বাগদাদের ক্যাম্প তাজিলের কাছে তিনটি কাতিউশা রকেট আঘাত হানে। এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি এবং কেন রকেট হামলা হয়েছে তার কারণও জানা যায় নি। iqna

captcha