IQNA

19:23 - June 21, 2019
সংবাদ: 2608767
বার্তা সংস্থা ইকনা: কর্নেল মজেন গন্দর ঘোষণা করেছেন: এপর্যন্ত জর্ডানের শিবির থেকে ২১ হাজার শরণার্থী সিরিয়ায় ফিরেছে।

বার্তা সংস্থা ইকনা: জর্ডান ও সিরিয়ার মধ্যকার নিজিব সীমান্তের মাইগ্রেশন ও পাসপোর্ট প্যাসেজওয়ের প্রধান কর্নেল মজেন গন্দর বলেছেন: এপর্যন্ত জর্ডানের শিবির থেকে ২১,৩০০ শরণার্থী সিরিয়ায় ফিরেছে।

তিনি বলেন: প্রতিদিন সিরিয়ার অনেক শরণার্থীরা গ্রুপাকারে অথবা ব্যক্তিগত ভাবে এই সীমান্ত থেকে সিরিয়ায় প্রবেশ করছে।

বুধবারও সিরিয়ার ৭০ জন শরণার্থী এই সীমান্ত থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। এরমধ্যে প্রায় ৫০ শতাংশই শিশু রয়েছে।  iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: