বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইয়েমেনের উলেমা এসোসিয়েশন বুধবার এক বিবৃতিতে বাহরাইনের সম্মেলনের তীব্র নিন্দা জানিয়েছে ঘোষণা করেছে, এই সম্মেলনের মাধ্যমে আল্লাহ, রাসূল (সা.) এবং মুমিনদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
বাহরাইনের মানামায় মঙ্গলবার মার্কিন-ইহুদিবাদী ষড়যন্ত্র 'ডিল অব দ্য সেঞ্চুরি' বিষয়ক দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মেলনে ফিলিস্তিন বিরোধী 'ডিল অব দ্য সেঞ্চুরি'র অর্থনৈতিক অংশ উন্মোচন করা হয়েছে। এর মধ্যদিয়ে এই ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হবে বলে জানা গেছে।
তবে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ এবং হামাসসহ সব সংগঠন 'ডিল অব দ্য সেঞ্চুরি' প্রত্যাখ্যান করেছে। ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনিদের সব মৌলিক অধিকার হরণের চেষ্টা চলছে বলে জানা গেছে। iqna