বার্তা সংস্থা ইকনা: মিশরের এডাউমেন্ট মন্ত্রণালয় গতকাল (২৯শে জুন) সকালে সেদেশের ৬ষ্ঠ অক্টোবর শহরের এডাউমেন্ট একাডেমীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এক হাজারটি কুরআনিক স্কুল উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে।
উক্ত অনুষ্ঠানটি গতকাল কুরআনিক ব্যক্তিত্বমণ্ডলীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
বিগত দুই বছর যাবত মিশরের বিভিন্ন শহরে পরবর্তী প্রজন্মকে কুরআন হেফজ এবং শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য এই এক হাজারটি কুরআনিক স্কুল নির্মাণ করা হয়েছে। iqna